শিরোনাম
◈ আবারও বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, আগামীকাল সকাল ১১টায় শপথ  ◈ সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস ◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আর্জেন্টিনা, বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক: গত সোমবার কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর এই জয়ের মধ্য দিয়ে নিজেদের আরো ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে লিওনেল মেসির দল। ১৯০১.৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছে লিওনেল স্ক্যালোনির শীষ্যরা।

আর গত এক মাস কোনো ম্যাচ না খেলেই উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ার দলের বর্তমান অবস্থান ১৮৪তম। বৃহস্পতিবার (১৮ জুলাই) নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। -প্রথম আলো

এদিকে ইউরো কাপ জিতে র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে স্পেন। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে অবস্থান করছে। পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত বছরের এপ্রিলে চিরপ্রতিন্দ্বী ব্রাজিলকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে আসে। ১৫ মাস ধরে শীর্ষস্থানটা ধরে রেখেছে তারা। দলটির রেটিং পয়েন্ট বেড়েছে ৪১.৩৪। ইউরোর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স দ্বিতীয় স্থানে রয়েছে। কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্সের ১০৫.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৪.৯১।

ইউরোর রানার্সআপ ইংল্যান্ড এক ধাপ এগিয়ে উঠে এসেছে চারে। কোপার ফাইনালে ওঠার পুরস্কারস্বরূপ নয়ে উঠে এসেছে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের দল দুই বছর পর শীর্ষ দশে উঠে এসেছে। শীর্ষ দশের বাকি চার দল বেলজিয়াম (৬), নেদারল্যান্ডস (৭), পর্তুগাল (৮) ও ইতালি (১০)। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় দুই ধাপ অবনমন হয়েছে রোনালদোর পর্তুগালের।
এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে আছে জাপান। তারা আছে ১৮ নম্বরে। ১৪ নম্বরে থেকে আফ্রিকার দলগুলোর মধ্যে ওপরে আছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়