শিরোনাম
◈ চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প! ◈ বিমান বাহিনীর ৭১ নং স্কোয়াড্রন এ স্থাপিত আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন ◈ নারী ফুটবলার কৃষ্ণাও গেলেন ভুটানে লিগ খেল‌তে ◈ ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হ‌বে ‌যৃক্তরা‌ষ্ট্রের পো‌মোনা‌তে  ◈ দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেবে সরকার, ১৮-৫৮ বছর বয়সীরা কাজের সুযোগ পাবেন ◈ যুক্তরাষ্ট্র-চীনের যে বিরল খনিজ নিয়ে দ্বন্দ্ব, তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশে ◈ আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামি (ভিডিও) ◈ জুলাই গণআন্দোলনের সময় কানাডার সাফারি পার্কে আ‌য়ে‌শি সময় কাটান, কী ব্যাখ্যা দিলেন সাকিব? ◈ রূপপুর ঋণ: ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা মাফ ◈ বিশ হাজার  ইয়াবাসহ এক মাদক কারবারি 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন শুটার আতিক

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াঙ্গনে আরেক শূন্যতা তৈরি হলো। চলে গেলেন কিংবদন্তী শুটার আতিকুর রহমান। আজ সকালে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতিকুর রহমান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলতে খেলতে বিদায় নিলেও শুটার আতিক প্রায় এক দশক মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। শুটিং রেঞ্জে লড়াই করা এই শুটার শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেলেন। 

কমনওয়েলথ গেমসের মতো আসরে স্বর্ণ জিতেছিলেন আতিকুর রহমান। যা বিশ্ব ক্রীড়াঙ্গনেই সাড়া ফেলেছিল। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন। ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে আতিকের। শুটিং ছাড়ার পরও কিছুদিন শুটিংয়ের সঙ্গে ছিলেন।

শারীরিক অসুস্থতা গত কয়েক বছর একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কন্ঠনালীর ক্যান্সারে তিনি আক্রান্ত ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা করালেও শেষ পর্যন্ত আর লড়াই করতে পারলেন না। ১৯৬৫ সালে জন্ম নেয়া কৃতি এই শুটারের জীবন থামল মাত্র ৫৯ বছর বয়সেই। কিংবদন্তী শুটারের বিদায়ে শুটিং ফেডারেশনসহ আরও অনেক ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে। আজ বিকেল তিনটায় শুটিং ফেডারেশনে আতিকের জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। শুটার আতিক পেয়েছেন এই পুরস্কার। স্বাধীনতা পদক ছাড়াও জাতীয় ক্রীড়া পুরস্কার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থাসহ আরো অনেক স্বীকৃতি/পুরস্কার পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়