স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইট থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অজি তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তবে জাতীয় দলে খেলার ইচ্ছে ছিল তার।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। এই আসরে খেলার কথা বলেছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। তবে ওয়ার্নারের আবদারে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ার্নার সেই সুযোগ পাচ্ছেন না। তাকে অবসর নেওয়া ক্রিকেটার হিসেবেই দেখছেন তারা।
চলতি বছরের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। একই মাসে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দেন। তাকে সর্বশেষ ওয়ানডেতে দেখা যায় ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
তবে বিদায়ের ঘোষণার সময়ই ওয়ার্নার আবার জানিয়েছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন। -চ্যানেল২৪
টি-টোয়েন্টিতে বিদায় নেওয়ার পর কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নার আবারও লেখেন, আগামী বছর ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে জায়গা পেলে তিনি খেলবেন।