শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দি মারিয়াকে মাঠে চায় সতীর্থরা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন আনহেল দি মারিয়া। জানিয়েছিলেন, কোপা হবে তার শেষ টুর্নামেন্ট। সে অনুসারে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা দি মারিয়া। কিন্তু তার স্থলাভিষিক্ত হতে পারে এমন কেউ এখনো জাতীয় দলে আসেননি। আবার নিজ দেশের সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলার অধিকার রাখেন। এসব কারণেই হয়তো তাকে আরও কিছুদিন জাতীয় দলে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে!

মূলত এমন ইঙ্গিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তারকা মিডফিল্ডার নিকোলাস তালিয়াফিকো–ই দিয়েছেন। তবে এল ফিদেও সহজেই যে তার মন পরিবর্তন করবেন না সেটাও বুঝতে পারছেন বিশ্বকাপজয়ী কোচ। বিশেষ করে  কোপার ফাইনাল শেষে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অশ্রুসিক্ত চোখে বিদায় জানান দি মারিয়া। সতীর্থ, কোচ থেকে শুরু করে দর্শকরা তাকে বিদায়ী বরণ করেন করতালিতে। 

তাকে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরানোর বিষয়ে স্কালোনি সংবাদ সম্মেলনে বলছেন, ‘সে একজন কিংবদন্তি, কিন্তু তাকে তার সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর সুযোগ নেই। তবে অন্তত তাকে একবার নামানো যেতে পারে, যাতে সে বিদায় নিতে পারে সমর্থকদের সামনে থেকে। কারণ সে এটাই ডিজার্ভ করে।’

প্রায় একইভাবে আর্জেন্টিনার ১১ নম্বর জার্সিতে তাকে আবারও দেখা কঠিন মেনে নিলেও, বিশ্বাস হারাতে চান না তালিয়াফিকো। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়েও দারুণ ভূমিকা রাখা এই মিডফিল্ডার কথা বলেছেন দি মারিয়াকে ফেরানোর বিষয়ে। তালিয়াফিকো বলেন, ‘তাকে রাজি করাতে হবে আমাদের। যদি তাতে আমরা সফল হতে চাই, তাকে আরও বেশি বেশি বলা উচিৎ, যাতে অন্তত এক বছর (খেলে)। যখন আপনি দেখছেন যে এরপর আর কেবল এক বছর বাকি, এরপরই আরেকটি বিশ্বকাপের (২০২৬) পর্দা উঠবে।’

কেবল স্কালোনি-তালিয়াফিকোই নন, টানা চার শিরোপা (বিশ্বকাপ, দুটি কোপা ও ফিনিলিসিমা) জেতা আর্জেন্টিনা দলের অন্য সতীর্থরাও নাকি দি মারিয়াকে দলে ফেরানোর বিষয়ে বেশ সিরিয়াস। সেটি জানিয়ে তালিয়াফিকো বলেন, ‘যখন আপনি বুঝতে পারছেন যে প্রায় ২০২৫ পর্যন্ত খেলে ফেলেছেন, সামনে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ। ওই সময়ই জানা যাবে তার উত্তর, হ্যাঁ নাকি না। তখন বোঝা যাবে তারা তাকে বিদায় জানায় নাকি আরও কিছুদিন খেলতে রাজি করাতে পারে।’

আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাই এবং ফিনিলিসিমা (ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে) ম্যাচ আছে আর্জেন্টিনার। সে কারণে ওই সময়কে লক্ষ্য বানিয়েই হয়তো এগোতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে তারা মাঠে নামবে ওই সময়ে, এ ছাড়া ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়