স্পোর্টস ডেস্ক: শেষ হলো এবারের কোপা আমেরিকা। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা জয় করেছে। এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে আর্জেন্টিনা নিজেদেরকে অন্যদের থেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে। ১৬ বার তারা শিরোপা জয় করেছে।
কোপা আমেরিকায় শিরোপা সংখ্যায় আর্জেন্টিনা এখন সব দলকে ছাড়িয়ে গেছে। এতদিন উরুগুয়ের সঙ্গে সমান ১৫টি শিরোপা নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিল আর্জেন্টিনা। এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে তারা উরুগুয়েকে পেছনে ফেলেছে। আর্জেন্টিনার শিরোপা সংখ্যা ১৬, উরুগুয়ের ১৫। ৯টি শিরোপা নিয়ে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে।
কার শিরোপা কত
দেশ সংখ্যা
আর্জেন্টিনা ১৬
উরুগুয়ে ১৫
ব্রাজিল ৯
চিলি ২
প্যারাগুয়ে ২
পেরু ২
বলিভিয়া ১
কলাম্বিয়া ১
আপনার মতামত লিখুন :