স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা জয় করেছেন। বিশ্বকাপ জয়ের উল্লাসেও মেতেছেন। ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরো একটা কোপা জয়ের স্বপ্ন মেসির। মাঠ থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা তো ছিলই। কিন্তু মাঠে থাকতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক। ৬৬ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে।
মেসির পরিবর্তে মাঠে আসেন নিকো গঞ্জালেস। বল দখলের লড়াইয়ের সময় হঠাৎ পড়ে যান মেসি। আর তখনই ছটফট করতে থাকেন। দ্রুত ছুটে আসে চিকিৎসকরা। তখনই মেসি জানিয়ে দেন আর মাঠে থাকতে পারবেন না। নিজের এমন সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারেননি। তাই তো মাঠের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়েন। মাঠের বাইরে সাইড লাইনে বসে তাকে কান্না করতে দেখা যায়।
আপনার মতামত লিখুন :