শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:০৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকা 

কত প্রাইজমানি পাবে চ্যাম্পিয়ন দল 

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে সোমবার সকালে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলাম্বিয়া।

স্কালোনির দল টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, উরুগুয়ে ও ব্রাজিলের মত দলকে রুখে দিয়ে ফাইনালে উঠে এসেছে কলাম্বিয়া। কোপা আমেরিকার শিরোপা জয়ী দলের ব্যাংক একাউন্টে কত অর্থ যাবে তা জেনে নেওয়া যাক।

টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ ৭২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৪ কোটি টাকা)। টুর্নামেন্টে অংশ নিলেই প্রত্যেক দল কমপক্ষে দুই মিলিয়ন ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পাবে। কোয়ার্টার ফাইনালে খেললে দলগুলোর অর্থ প্রাপ্তির পরিমান দ্বিগুন হবে। অর্থাৎ ৪ মিলিয়ন ডলার (প্রায় ৪৭ কোটি টাকা) পাবে। ইকুয়েডর, ভেনেজুয়েলা, পানামা ও ব্রাজিল পাচ্ছে এই পরিমাণ অর্থ।

চতুর্থ দল পাবে ৬ মিলিয়ন ডলার (প্রায় ৭০ কোটি) এবং তৃতীয় হওয়া দল পাবে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৮২ কোটি)। ফাইনালে হেরে যাওয়া দলটি পাবে ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৫ কোটি) এবং চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার (প্রায় ১৮৭ কোটি টাকা)।

২০২১ সালের কোপার রানার্সআপ ব্রাজিল পেয়েছিল ৮ মিলিয়ন ডলার (প্রায় ৯৪ কোটি) এবং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১৭ কোটি টাকা)। এবার প্রাইজমানি বেড়েছে।

২০২২ সালের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৪৯২ কোটি টাকা)। যদি আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাও জয়লাভ করে, তাহলে গত তিন বছরে তাদের আয়ের পরিমাণ দাঁড়াবে ৮৮ মিলিয়ন ডলারে (১০৩১ কোটি টাকা)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়