শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার রেসিং দুনিয়ায় পা রাখলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: এবারে ক্রিকেট মাঠে নয়। এমনকি ফুটবল মাঠেও নয়। ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে দেখা গেলো ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে দল কিনতে। অর্থাৎ রেসিং দুনিয়াতে পা রাখলেন সৌরভ গাঙ্গুলি। 

আগামী আগস্ট মাস থেকে টানা তিনমাস এই প্রতিযোগিতা চলবে। এই প্রথমবার কলকাতা অংশ নিচ্ছে। আর ওই প্রতিযোগিতায় থাকছে সৌরভ গাঙ্গুলির কলকাতা রয়্যাল টাইগার্স। অনেকেই মনে করেন, রেসিং ফেস্টিভ্যালে সৌরভের লগ্নিতে ভারতের মোটরস স্পোর্টস আরও জনপ্রিয়তা লাভ করবে। দ্য স্টেটসম্যান

সৌরভেরও মত, এটা একটা নতুন চ্যালেঞ্জ, নতুন সফর। এমন একটা অ্যাডভেঞ্চার্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। মোটরস স্পোর্টস প্রতি আমার বরাবরই একটা আকর্ষণ ছিল। আর এই সুযোগে সেই আকর্ষণকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি।

আসলে রেসিং প্রমোশন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অখিলেশ রেড্ডি মনে করেন, এই ধরনের প্রতিযোগিতায় সৌরভ গাঙ্গুলির মতো মানুষ যুক্ত হওয়ায় সবারই আকর্ষণ বাড়বে। যেভাবে তিনি ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেইভাবে রেসিংকেও সমৃদ্ধ করবেন বলে বিশ্বাস। তার দূরদর্শিতাকে অবশ্যই তারিফ করতে হবে। 

এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে। কলকাতা বাদে রয়েছে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কোচি, আহমেদাবাদ এবং গোয়া। ভারতে মূলত রেসিংয়ে দু’টি প্রতিযোগিতা হয়ে থাকে। একটা ইন্ডিয়ান রেসিং লিগ আর অন্যটি হল ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। সম্পাদনা: এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়