শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপার ফাইনালে কলম্বিয়াকে চাপ মনে করছেন না মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ের আগে থেকে খুব একটা চাপ নিচ্ছে না। তবে অধিনায়ক মেসি জানিয়েছেন, কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিটি মুহূর্ত উপভোগ করছে।

মায়ামিতে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের আলাদা গুরুত্ব থাকলেও বাড়তি কোনো চাপ না নিয়ে দলের অধিনায়ক জানান, তারা শান্ত আছেন। -অলআউট স্পোর্টস

এদিকে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ফাইনাল সবসময়ই আলাদা ধরনের ম্যাচ। তবে আমরা ভালো করছি। আমরা শান্ত আছি। যেমনটা আমরা পুরো টুর্নামেন্টেই ছিলাম। আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে তার সবকিছু উপভোগ করছি। আর যখন খেলার সময় হবে তখন ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকেও আমাদের মনোযোগ আছে।

শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া সাম্প্রতিক সময়ে আছে দুর্দান্ত ছন্দে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে হামেস রদ্রিগেসের দল। ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠতে তারা পেছনে ফেলেছে ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী দলকে।

ফাইনালের আগে কলম্বিয়ার প্রশংসা করে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি বলেন, আমরা উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ দেখেছি। আমরা জানতাম যে দলই আসুক বেশ কঠিন প্রতিপক্ষ হবে। কলম্বিয়ার দীর্ঘদিন ধরে না হারার কারণ রয়েছে। তারা এমনই দল যাদের প্রতিটা বিভাগে ভালো খেলোয়াড় আছে। তারা দ্রুত ও তীব্রতা নিয়ে খেলে। সঙ্গে ভালো মানের স্ট্রাইকারও আছে।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়