শিরোনাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপার ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ৭৮ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার চলমান আসরে শিরোপার জন্য ফাইনালে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও একবারের চ্যাম্পিয়ন কলম্বিয়া। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি দেখতে দর্শকদের গুণতে হবে ৬৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মূদ্রায় ৭৮ লাখ টাকা।

শুক্রবার (১৫ জুলাই) এক প্রতিবদনে এই বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস। সেই প্রতিবেদনে বলা হয়েছে, কোপা আমেরিকার ফাইনালের টিকেট বিভিন্ন অ্যাজেন্সি প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ৪ হাজার ২৪ ডলার করে বিক্রি করছে। তবে টিকেটের সর্বোচ্চ দাম উঠেছে ৬৬ হাজার ৭৬৫ ডলার, যার বাংলাদেশি মূদ্রায় ৭৮ লাখ টাকা। -যমুনা টিভি

অন্যদিকে, একই দিনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকেটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো (প্রায় ১০৩ ডলার) আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ইউরো (২ হাজার ১৭৭ ডলার)।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়