স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস পরাজয় এড়াতে এখনো ১৭০ রান করতে হবে সফরকারী দলটিকে। হাতে অক্ষত মাত্র ৪ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের অপেক্ষায় সফরকারিরা।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৭১ রানে। দলের পাঁচ ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন। ওপেনার জ্যাক ক্রাউলি প্রায় ওয়ানডে মেজাজে ৮৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। মিডলঅর্ডারে ওলিও পোপ, জো রুট ও হ্যারি ব্রুক হাফসেঞ্চুরি পান। লেট অর্ডারে উইকেটকিপার জ্যামি স্মিথ করেন ৭০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জ্যাডেন সিলস ৭৭ রানে ৪ উইকেট শিকার করেন। স্পিনার গুদাকেশ মোতি দুর্দান্ত এক ডেলিভারিতে জো রুটকে বোল্ড করেন। এত দেরিতে তাকে কেন আক্রমণে আনলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট সেটা বোঝা গেল না। নিশ্চিতভাবে এটা তার ভুল সিদ্ধান্ত। ১৬ ওভারে ৪১ রানে ২ উইকেট পান মোতি।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪.৫ ওভারে ৭৯ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস দুটি করে উইকেট পান। এটি জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ টেস্ট। বিদায়ী টেস্টে এখন পর্যন্ত তার শিকার ৩ উইকেট। ১৮৮ টেস্টে শিকার ৭০৩ উইকেট। টেস্ট ক্রিকেটে এমন কোনো ফাস্ট বোলারকে আর পাওয়া যাবে না। ৭০০ টেস্ট উইকেট ক্লাবে একমাত্র পেসার তিনি। তারচেয়ে ওপরে আছেন যে দুজন তারা স্পিনার। শেন ওয়ার্নের উইকেট ৭০৮। আর ৮০০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আরেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
আইএফ
আপনার মতামত লিখুন :