শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৭:৫১ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাদ পড়তে পারেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজে বাঁহাতি পেসার শাহিন আফ্রিদিকে বিশ্রাম দিতে পারে পাকিস্তান-এমনটা জানা গেছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফ্রিদির বিরুদ্ধে কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই ধারাবাহিকতায় আফ্রিদিকে বাংলাদেশ সিরিজ থেকে তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

কোচের সঙ্গে অসদাচরণণ ঘটনার পর সংশ্লিষ্ট কোচের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় অসন্তুষ্ট হয়েছে পিসিবি।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ-ব্যর্থতা ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে প্রতিবেদন দিয়েছেন প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ। সেখানে উঠে আসে সাম্প্রতিক সফরে কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে আফ্রিদির দুর্ব্যবহারের ঘটনা। এ নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

বিশ্বকাপের সময় আফ্রিদি ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন। ঘটনাটি ছিল মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফরে। হেডিংলিতে পাকিস্তানের নেট অনুশীলনে আফ্রিদিকে বারবার ‘নো’ বল করতে দেখে তাঁকে সতর্ক হতে বলেন ইউসুফ। আফ্রিদি তাতে কর্ণপাত না করলে ইউসুফ তাঁকে বারবার একই সতর্কতা দিতে থাকেন। সূত্র ঘটনার বর্ণনা দিয়ে বলে, ‘আফ্রিদি রেগে গিয়ে ইউসুফকে বলেন, আমাকে আমার কাজ করতে দিন। আপনি আপনার কাজ করুন।’ জবাবে ইউসুফ বলেন, কোচ হিসেবে তিনি নিজের কাজটিই করছেন। এ নিয়ে দুজনের বাক্যবিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে দলের সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ আফ্রিদিকে তাঁর আচরণের জন্য তিরস্কার করেন এবং দলের সবার সামনে ইউসুফের কাছে ক্ষমা চাইতে বলেন। ‘এটা আসলে হুট করে উত্তেজনা তৈরির মুহূর্ত, যা সাধারণভাবেই ঘটে। বিষয়টা ওখানেই শেষ হয়ে গিয়েছিল’, মন্তব্য সূত্রটির।

বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।

এসএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়