শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব সময় লক্ষ্য একটাই টিমকে জেতানো: মারুফা আক্তার

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। এই টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। আর এই আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল। আসন্ন টুর্নামেন্টে ভালো করার কথা বললেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে মারুফা বলেন, আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। ভাইয়েরা ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগে, দেখে মনে হয় আমরা ভালো কিছু করব। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনার।

চলতি বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশের মাটিতে। তার আগে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মারুফা আরো বলেন, হ্যাঁ অবশ্যই। এশিয়ার সাতটা দলের সাথে আমরা খেলব। ওগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজেদের মাটিতে আরো ভালো কিছু করতে পারি।

উল্লেখ্য, নারী এশিয়া কাপে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে বি’গ্রুপে রয়েছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এছাড় এ’গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়