শিরোনাম

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরতির আগে কলাম্বিয়ার গোল ও লাল কার্ড

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় অপরাজিত থাকার কীর্তিটা আরো সমৃদ্ধ করতে চলেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা উরুগুয়ের বিপক্ষে  বিরতির সময় এক গোলে এগিয়ে। বিরতির একটু আগে ৩৯ মিনিটে জেফারসন লারমার গোলে এগিয়ে যায় তারা। তবে বিরতির আগে একটা অস্বস্তি ঘিরে ধরে তাদের।

ড্যানিয়েল মুনোজ প্রথমার্ধের ইনজুরি সময় লাল কার্ড পান। ফলে দ্বিতীয়ার্ধে উরুগুয়ের ১১ জনের মোকাবেলায় তাদের দলে থাকবে ১০ জন। এ ম্যাচের জয়ী দল শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে। আগের দিন প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়