শিরোনাম
◈ প্রতিরোধ গড়ুন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না: ডিএমপি কমিশনার ◈ ‌‌‘একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে’ (ভিডিও) ◈ কক্সবাজারের চকরিয়া রাস্তা হাজারো এনআইডি কার্ডে সয়লাব! তদন্ত কমিটি গঠন ◈ কাবাডি সিরিজে নেপালের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার  ◈ গাজীপুরের একটি রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার ◈ মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর ◈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত ◈ ঘরে-বাইরে আতঙ্ক, আইনশৃঙ্ঘলা ঠিক করতে হার্ডলাইনে যাচ্ছে সরকার ◈ যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোর ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস

আহমেদ ফয়সাল: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলমান আসর প্রায় শেষের দিকে। চলছে সেমিফাইনালের খেলা। ইতোমধ্যেই প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে এই টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন স্পেন।

বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিগনাল ইদুনা পার্কে ১৭তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। জয়ী দল আগামী ১৫ জুলাই শিরোপা ঘরে তোলার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।

এই দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৯ সালে উয়েফা ন্যাশনস লিগের সেমি ফাইনালে। পাঁচ বছর আগের সেই সেমিতে ডাচরা ৩-১ গোলে হারায় ইংলিশদের। জুড বেলিংহাম-হ্যারি কেইনদের সামনে এবার প্রতিশোধের সুযোগ।

শিরোপা জয়ের দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ডাচরা। অন্যদিকে ইংল্যান্ড ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছিল ইংলিশরা।

দীর্ঘ বিরতির পর ইউরোর সেমিতে উঠেছে নেদারল্যান্ডস। ২০০৪ সালের পর ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। যেখানে ডাচরা কাউন্টার অ্যাটাকে সম্প্রতি বেশ ভয়ানক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়