শিরোনাম
◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:৫০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিছু খেলোয়াড়দের নার্সিং করে বিশ্বকাপে নেওয়া উচিত: নান্নু

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠে সবগুলো ম্যাচে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কাছাকাছি গিয়ে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই হার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে টাইগারদের। কারণ সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও, তাদের মানসিকতায় ঘাটতি দেখা গেছে।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা যে বেশ পিছিয়ে আছে, সেটা আবারও স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মঙ্গলবার (৯ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। বর্তমানে বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

এ সময় নান্নু বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে। 

সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে, এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরো কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে। -ঢাকা পোস্ট

তবে ক্রিকেটারদের নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে ভালো করবে বলে আশা করছেন এই নির্বাচক। এ বিষয়ে তিনি বলেন, এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে। তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে। সব কিছু চিন্তা-ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিৎ। এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন। একটা সময় দরকার, এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়