শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৮:৫০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিছু খেলোয়াড়দের নার্সিং করে বিশ্বকাপে নেওয়া উচিত: নান্নু

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠে সবগুলো ম্যাচে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কাছাকাছি গিয়ে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই হার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে টাইগারদের। কারণ সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও, তাদের মানসিকতায় ঘাটতি দেখা গেছে।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা যে বেশ পিছিয়ে আছে, সেটা আবারও স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মঙ্গলবার (৯ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। বর্তমানে বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

এ সময় নান্নু বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে। 

সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে, এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরো কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে। -ঢাকা পোস্ট

তবে ক্রিকেটারদের নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে ভালো করবে বলে আশা করছেন এই নির্বাচক। এ বিষয়ে তিনি বলেন, এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে। তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে। সব কিছু চিন্তা-ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিৎ। এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন। একটা সময় দরকার, এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়