শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে দিবাগত রাতে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। এই প্রতিযোগিতায় তিনবার শিরোপা ঘরে তুলেছে স্পেন। অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াই শুরু হবে।

ফিফার বর্তমান র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ফ্রান্স। অন্যদিকে তাদের থেকে ছয় ধাপ পিছিয়ে স্পেন। স্পানিশরা রয়েছে ৮ নম্বরে। এখন পর্যন্ত দুই দল ইউরো কাপে ৩৬ বারের দেখায় ১৬ বার জিতেছে স্পেন। বিপরীতে ১৩টি জয়ের দেখা পেয়েছে ফ্রান্স, ড্র হয়েছে ৭টি।

এবারের সেমিফাইনাল দিয়ে বড় আসরে দুই দলের এটি ষষ্ঠ লড়াই। প্রথম চারটির মধ্যে তিনটিই জিতে নেয় ফ্রান্স। সর্বশেষ ২০১২ ইউরোর কোয়ার্টার  ফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে দুই দলের লড়াইটা ড্র হয় ১-১ গোলে।

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল হিসাব করলে এগিয়ে স্পেন। টুর্নামেন্টটির পাঁচ আসরে সেমিফাইনাল খেলে চারটিতেই জিতেছে তারা। তাদের একমাত্র হারটি ২০২০ সালের ইউরোতে ইতালির কাছে। অন্যদিকে ইউরোর সেমিতে মোট পাঁচবার খেলে ফ্রান্স জিতেছিল তিনটিতে, হেরেছিল দুটিতে। -চ্যানেল২৪

এবারের ইউরোতে স্পেনই একমাত্র দল, যারা কিনা এখন পর্যন্ত অপরাজিত। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকয়টিতেই জিতেছে। ইউরোর ইতিহাসে এক আসরে কোনো দলই টানা ছয়টি ম্যাচ জিততে পারেনি। আজ ফ্রান্সকে হারালে সেই রেকর্ডটি গড়বে স্প্যানিশরা।

অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে চোখ ফ্রান্সের। ১৯৮৪, ২০০০ ও ২০১৬ সালে ফাইনাল খেলেছিল তারা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়