শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০১:৪২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ৬ করতে রবি শাস্ত্রীর পরামর্শ

রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের প্রতি ধীরে ধীরে দর্শকেরা আগ্রহ হারাচ্ছে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের টেস্ট ক্রিকেট দেখতে মাঠে তেমন একটা দর্শক আসে না। ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী সে কারণে কিছু নিয়ম কানুন পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। অন্যথায় টেস্ট ক্রিকেটে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে মনে করছেন ভারতের সাবেক এই কোচ।মেরিলিবোন ক্রিকেট ক্লাবের একটি অনুষ্ঠানে রবি শাস্ত্রী এ মত 
 প্রকাশ করেন।

রবি শাস্ত্রী বলেন, যখন খেলার মান কমে যায়, তখন দর্শক আগ্রহ হারিয়ে ফেলে। দর্শক কমতে থাকে। আর এটাই যে কোনো খেলার ক্ষতির কারণ।

টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন রবি শাস্ত্রী। বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২ থেকে কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করেছেন তিনি। ভারতের হয়ে আশিটি টেস্ট খেলা শাস্ত্রী বলেন, এখন ১২টি দল আছে। সেটা কমিয়ে ছয় বা সাত করা হোক। সেই সঙ্গে অবনতি বা অবনমন পদ্ধতি প্রচলনের কথা বলেছেন রবি শাস্ত্রী। ফলে ভালো দলের বিপক্ষে ভালো দল খেলবে। এতে করে টেস্ট দলের প্রতি দর্শকের আগ্রহ বাড়বে।

শাস্ত্রী আরো বলেন, সব দেশের টেস্ট খেলার দরকার নেই। ক্রিকেটের বিস্তারের জন্য টি-টোয়েন্টিকে ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে আরো অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, বিভিন্ন দেশে হওয়া টি-টোয়েন্টি লিগ নিয়ে অনেকে উৎসাহী কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে। এ জন্য মনোযোগী হতে হবে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়