স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে শূন্য রানে ফিরলেও পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকান অভিষেক শর্মা। এতে একটি রেকর্ডও গড়েছেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক।
রোববার ম্যাচ শেষে তিনি বলেন, আমার মনে হয় আইপিএলের (সেঞ্চুরিতে) বড় ভূমিকা আছে, কারণ আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি তখন একজন অভিষিক্ত বা তরুণ খেলোয়াড়ের জন্য তেমন চাপ অনুভব করিনা। দেশের হয়ে খেলা সবসময়ই অনেক বড় অনুপ্রেরণার।
জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচে ডাক মারলেও পরের ম্যাচে শতক নিয়ে অভিষেক বলেন, দুর্ভাগ্যবশত আগের ম্যাচটা ভালো যায়নি। আমি একই ইনটেন্ট এবং মাইন্ডসেট নিয়ে নেমেছিলাম। অন্য অভিষিক্তদের সাথে কথাও বলেছি, আমরা লম্বা সময় ধরে ক্রিকেট খেলছি। আমার মনে হয় টি-টোয়েন্টির পুরোটাই এপ্রোচ এবং ইনটেন্টের উপর।-ক্রিকইনফো
অভিষেক আরও বলেন, আমি গিলের ব্যাট দিয়ে খেলেছি এবং এটা খুবই ভালো গেছে, তাকে বিশেষভাবে ধন্যবাদ। অনূর্ধ্ব-১২ থেকেই এটা চলে আসছে। আমি যখনই কোন চাপের ম্যাচ বা পারফর্ম করা উচিত এমন ম্যাচ খেলি তখন আমি তার (গিল) ব্যাট দিয়ে খেলি, এমনকি আইপিএলেও। আজকে দিনটা ভালো গেছে।
আপনার মতামত লিখুন :