শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে সাকিবের দল লস অ্যাঞ্জেলসের হার

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সানফ্রান্সিসকো ইউনিকর্নের মুখোমুখি হয় সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাউডার্স। সোমবার (৮ জুলাই) টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে লস অ্যাঞ্জেলস। এই পুুঁজিয়ে অবদান রাখেন টাইগার অলরাউন্ডার। ২৬ বল খরচায় ৬টি চারের মারে ৩৫ রান করেছেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে হাতে ৬ উইকেট রেখেই সহজে জয় তুলে নেয় সানফ্রান্সিসকো ইউনিকর্ন। ২ ওভার বল করে সাকিব খরচ করেন ২৭ রান। দেখা পাননি কোনো উইকেটের। এরপর আর টাইগার অলরাউন্ডারের হাতে বলই দেননি লস অ্যাঞ্জেলস অধিনায়ক সুনিল নারিন।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সানফ্রান্সিসকোর শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন ওপেনার ফিন অ্যালেন ও তিনে নামা ম্যাথিউ শর্ট। মাত্র ৫২ বলে ১১৬ রানের জুটি করেন তারা। এতেই ম্যাচ জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় সানফ্রান্সিসকোর।

অ্যালেন ও শর্ট দুইজনই হাঁকান ফিফটি। ৩৭ বলে ৬৩ রান করেন অ্যালেন। সুনিল নারিনের বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শর্ট।এরপর জস ইঙ্গলিশ ১১ বলে ১৫ এবং ৯ বলে ১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কোরি অ্যান্ডারসন।

এর আগে প্রথমে লস অ্যাঞ্জেলসের হয়ে সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে অপরাজিত ৪০ করেন এই ক্যারিবিয়ান। আর ১৮ বলে ২৬ রান করেছেন ওপেনার জেসন রয়।দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৪ রান। এতে লস অ্যাঞ্জেলসের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৬৫ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়