শিরোনাম
◈ রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই দুই মাসে দেনা পরিশোধ দেড় বিলিয়ন ডলার (ভিডিও) ◈ ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার হুঁশিয়ারি  ◈ নির্বাচনের সম্ভব্য সময় নিয়ে বিতর্ক, সন্দেহ-সংশয়ে রাজনীতিবিদরা ◈ ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন দু’জন ◈ দেশব্যাপী ব্ল্যাকআউট: ক্ষমা চেয়ে ৪ দফা দাবী তুলে ধরেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তারা ◈ পরিবারসহ রাতের আঁধারে ভারতে যাওয়ার পথে ধরা পড়লেন তারা ◈ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার, বিজিবির বাধায় পণ্ড ◈ ১৯ দিনে ডেঙ্গুতে ৭৮ জনের প্রাণহানি ◈ সৌদির টিভি অফিসে হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় হামলা-আগুন ◈ স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন ইতিহাস

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে আটকানোর পরিকল্পনা কানাডা কোচের

জেসে মারশ

ক্রীড়া ডেস্ক: মেসির বিপক্ষে মাঠে নামার আগে এমন পরিকল্পনা সব কোচেরই থাকে। শেষ পর্যন্ত সে পরিকল্পনায় কাজ হয় না। সংবাদ সম্মেলনে লিওনেল মেসিকে আটকানোর কথা বলে যান। কিন্তু নিজের কথা রাখতে পারেন না। মেসি ঠিকই তার কাজটি আদায় করে নেন। এবার কানাডার কোচও ঘোষণা দিলেন আগের ম্যাচের ভুলগুলো শুধরে মেসিকে আরও ভালোভাবে আটকানোর। সেমিফাইনালের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্রথমবার কোপার সেমিতে খেলা কানাডা।

কোপার প্রথম ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। মূলত তাকে ফ্রি করে দেওয়াতে এমন সুযোগ পান ইন্টার মিয়ামি তারকা। কিন্তু সেমিতে সেটা হতে দিতে চান না কানাডা কোচ। রক্ষণভাগ ভালোভাবে সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক খেলার প্রত্যয় ব্যক্ত করেন জেসে মারশ।

জেসে মারশ বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা শুধু রক্ষণভাগই সামলাবো না। আমরা আরও আক্রমণাত্মক খেলবো। তারপর দেখবো আমরা সেটা পারি কি না। প্রথম ম্যাচে আমরা মেসিকে অনেক স্বাধীনতা দিয়েছিলাম। এটা এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ। তাকে আরও ভালোভাবে আটকানো আমাদের অন্যতম দায়িত্ব।’

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালকে কানাডার ইতিহাসের সেরা ম্যাচ হিসেবে অভিহিত করেন মারশ। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমরা যত ম্যাচ খেলেছি তার মধ্যে সেরা হতে যাচ্ছে। আমরা যদি শক্তিতে পেরে নাও উঠতে পারি তবুও চেষ্টা করবো।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়