শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ১০:২০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার মুখে এমবাপ্পের পাশে দাঁড়ালেন কোচ দেশাম

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনাল ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত যদিও দলকে শিরোপা এনে দিতে পারেননি তবে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। দুই বছর ব্যবধানে সেই এমবাপ্পেকে ইউরো চ্যাম্পিয়নশিপে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমবাপ্পের নেতৃত্বাধীন দলটি সেমিফাইনালে পৌঁছালেও এমবাপ্পে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। স্বাভাবিকভাবে তার দিকে ধেয়ে আসছে সমালোচনার তীর। এ এ সময়ে তার পাশে দাঁড়েয়েছেন কোচ দিদিয়ের দেশাম।

গ্রুপ পর্বের তিন ম্যাচের পাশাপাশি শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচসহ ফ্রান্স এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। অবাক করার বিষয় হচ্ছে এ সময়ে তারা একটা ফিল্ড গোলও করতে পারেনি। পাঁচ ম্যাচে তাদের গোল সংখ্যা তিন। এর মধ্যে দুটো গোল আত্মঘাতি ও একটা পেনাল্টিতে। পেনাল্টিতে গোলটি করেন এমবাপ্পে। এ পর্যন্ত এই একটা গোলই এমবাপ্পের।

ফ্রান্সের এক টেলিভিশন সাক্ষাতকারে কোচ দিদিয়ের দেশ্যাম বলেন, এরই মধ্যে এমবাপ্পে ইতিহাস রচনা করেছেন। সেই ইতিহাসকে আরো সমৃদ্ধ করতে লড়ছে। আমরা তাকে যথার্থ সহযোগিতা করার চেষ্টা করছি। অনুশীলনে তার পিঠে অস্বস্তি ছিল, এখন সে ভালো আছে।

দিদিয়ের দেশ্যাম আরো বলেন, সে যদি শতভাগ ফিটও না থাকে তাহলেও সে প্রতিপক্ষের জন্য এক আতঙ্ক। সে মাঠে থাকার অর্থ হচ্ছে প্রতিপক্ষ অস্বস্তি থাকা। পাশাপাশি মনে রাখতে হবে সে ফেস মাস্ক নিয়ে খেলছে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়