শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৯:০৫ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দুই ম্যাচ হারলো শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস

স্পোর্টস ডেস্ক: চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা ভালো করতে পারেনি শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। বল হাতে টাইগার এই পেসার উইকেট পেলেও টানা দুই ম্যাচ হারের স্বাদ পেয়েছে ক্যান্ডি।

রোববার (৭ জুলাই) গল মারভেলসের কাছে ৪ উইকেটে হেরেছে ক্যান্ডি ফ্যালকনস। এদিন ৩২ রান খরচায় জোড়া উইকেট শিকার করেছেন শরিফুল। তবে দলকে জেতাতে পারেননি তিনি।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের পুঁজি পায় শরিফুলের দল ক্যান্ডি। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গল মারভেলস।

দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বল তুলে দেন শরিফুলের হাতে। প্রথম পাঁচ বলে তিনটি বাউন্ডারি হজম করলেও শেষ বলে ডিকওয়েলা উড়িয়ে মারতে গিয়ে আন্দ্রে ফ্লেচারের কাছে তালুবন্ধি হন। এতে ডিকওয়েলাকে সাজঘরে পাঠিয়ে ক্যান্ডির শিবিরে স্বস্তি এনে দেন শরিফুল।

তৃতীয় ওভারে গলের দুই মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলস এবং টিম সেইফার্টকে বেশ বেগ পেতে হয়েছে শরিফুলের বল খেলতে। প্রথম ৫ বল থেকে মাত্র ১ রান নিতে পারে গল। তবে ওভারের শেষ বলে শরিফুলের বলে ছক্কা হাঁকান হেলস। তবুও ওভার থেকে এসেছে ৭ রান। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যা বেশ ভালো।

ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে ভানুকা রাজাপক্ষেকে সাজঘরে ফিরিয়ে ক্যান্ডিকে আশার আলো দেখান শরিফুল।

তবে ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে গল। ৪৮ বলে গলের দরকার ছিল ৪৪ রান। টি-টোয়েন্টিতে যা সহজ সমীকরণ। সাবলীল ব্যাটিংয়ে এই সমীকরণ মিলিয়ে ম্যাচটা জিতে নেয় গল মারভেলস।

এই ম্যাচে গলের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন অ্যালেক্স হেলস এবং টিম সেইফার্ট। ১৯ বলে ৩৮ রানের মারকুটে ইনিংস খেলে হেলস আউট হলেও সেইফার্টের ৪৮ বলের অপরাজিত ৭৮ রানের ইনিংসে ভর করে ১৭ বল হাতে রেখে ক্যান্ডিকে ৬ উইকেটে হারায় গল।

শরিফুল ছাড়াও ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং লক্ষ্মণ সান্দাকান শিকার করেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে ক্যান্ডির নায়ক ছিলেন আন্দ্রে ফ্লেচার এবং অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন ফ্লেচার। অন্যদিকে হাসারাঙ্গা খেলেছেন অসাধারণ এক ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে ৩২ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। হাসারাঙ্গার ব্যাটে চড়েই ১৭৫ রানের লড়াকু পুঁজি পায় ক্যান্ডি।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়