শিরোনাম
◈ ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার হুঁশিয়ারি  ◈ নির্বাচনের সম্ভব্য সময় নিয়ে বিতর্ক, সন্দেহ-সংশয়ে রাজনীতিবিদরা ◈ ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন দু’জন ◈ দেশব্যাপী ব্ল্যাকআউট: ক্ষমা চেয়ে ৪ দফা দাবী তুলে ধরেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তারা ◈ পরিবারসহ রাতের আঁধারে ভারতে যাওয়ার পথে ধরা পড়লেন তারা ◈ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার, বিজিবির বাধায় পণ্ড ◈ ১৯ দিনে ডেঙ্গুতে ৭৮ জনের প্রাণহানি ◈ সৌদির টিভি অফিসে হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় হামলা-আগুন ◈ স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন ইতিহাস ◈ প্রায় ৯ ঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রভাব বিস্তার করতে চাই: পাকিস্তান কোচ গিলেস্পি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের কোচ হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ার পেসার জেসন গিলেস্পি। রোববার (৭ জুলাই) করাচিতে দলের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে টাইগারদের বিপক্ষে প্রভাব বিস্তার করার মতো প্রস্তুতি নিতে চান এই কোচ।

গিলেস্পি প্রথম সংবাদ সম্মেলনে আসেন শনিবার। সেখানে পাকিস্তান দল নিয়ে বলেন, আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। -প্রথম আলো

তিনি আরও বলেন, প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।

আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্টে ২৫৯ উইকেট নিয়েছেন গিলেস্পি। গত এক দশকে কোচ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি।

মজার ব্যাপার হলো, তার খেলোয়াড়ি জীবনের সর্বশেষ টেস্ট ম্যাচটিও ছিল বাংলাদেশের বিপক্ষে। কোচ হিসেবেও প্রথম টেস্টে প্রতিপক্ষ সেই বাংলাদেশই।
২০০৬ সালের বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গিলেস্পি। টেস্ট ক্রিকেটে নাইটওয়াচম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনো সেটিই।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়