শিরোনাম
◈ ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার হুঁশিয়ারি  ◈ নির্বাচনের সম্ভব্য সময় নিয়ে বিতর্ক, সন্দেহ-সংশয়ে রাজনীতিবিদরা ◈ ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন দু’জন ◈ দেশব্যাপী ব্ল্যাকআউট: ক্ষমা চেয়ে ৪ দফা দাবী তুলে ধরেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তারা ◈ পরিবারসহ রাতের আঁধারে ভারতে যাওয়ার পথে ধরা পড়লেন তারা ◈ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার, বিজিবির বাধায় পণ্ড ◈ ১৯ দিনে ডেঙ্গুতে ৭৮ জনের প্রাণহানি ◈ সৌদির টিভি অফিসে হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় হামলা-আগুন ◈ স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন ইতিহাস ◈ প্রায় ৯ ঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির দেশি কোচদের সর্বোচ্চ বেতন ৩ লাখ, সর্বনিম্ন ২৫ হাজার

স্পোর্টস ডেস্ক: টাইগার দলে বিদেশি কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুণতে হয় মোটা অঙ্গের টাকা। বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বেতন প্রতি মাসে ৩৫ লাখ টাকার বেশি।

কিন্তু ঘরোয়া ক্রিকেটে নাম মাত্র বেতন পান দেশি কোচরা। এবার তাদের বেতন সর্বনিম্ন ২৫ হাজার এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা করেছে বিসিবি। ২ জুলাই বিসিবির সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে বিসিবির অধীনে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে ৯৫ জন কোচ কাজ করছেন। চার শ্রেণিতে থাকা এই কোচদের মাসিক বেতন ১৪-১৫ হাজার  থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার টাকার মতো। -প্রথম আলো

তবে বিসিবির সর্বশেষ সভায় কোচদের চারটি শ্রেণিতে ভাগ করার পাশাপাশি তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বাড়ানোর পরও কোচদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার টাকার মতো, সর্বোচ্চ প্রায় ৩ লাখ টাকা। অবশ্য দুই থেকে তিন লাখ টাকা বেতন পাওয়া কোচের সংখ্যা দুই একজন।

কোচদের বেতন বাড়ানো নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, আমরা অনেক দিন ধরেই কোচদের গ্রেড ঠিক করা, বেতনকাঠামো ঠিক করা নিয়ে কাজ করছি। জেলা পর্যায়ে কোচদের বেতন খুবই কম ছিল। এখন গ্রেডিং সিস্টেম করে বেতনও বাড়ানো হলো। পরে পারফরম্যান্সের ভিত্তিতে কোচদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। 

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়