শিরোনাম
◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার কাছে পরাজয়ে চাকরী হারালেন ইকুয়েডরের প্রধান কোচ 

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সমানতালে লড়াই করে নির্ধারিত সময়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর। কিন্তু টাইব্রেকারে হেরে যায় তারা। এই হারের পরই ইকুয়েডরের প্রধান কোচ ফেলিক্স সানচেজকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ফেলিক্সেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)।

এফইএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ফেলিক্স এবং তার কোচিং স্টাফদের তাদের কাজ এবং পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই। এবং তার ভবিষ্যতের সাফল্য কামনা করি।

গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। বিশ্বকাপে কাতার গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

আর্জেন্টিনার বিপক্ষে হেরে কোপা থেকে বিদায়ের পর ফেলিক্স সাংবাদিকদের বলেন, আমরা গ্রুপ পর্ব থেকে নকআউটে উঠতে পেরেছি। আমরা উন্নতি করতে না পারলেও আমি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছি। আমি মনে করি তারা কৃতিত্বের যোগ্য। আমি মনে করি আমরা আরও অভিজ্ঞ দল নিয়ে ফিরে আসব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়