শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার কাছে পরাজয়ে চাকরী হারালেন ইকুয়েডরের প্রধান কোচ 

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সমানতালে লড়াই করে নির্ধারিত সময়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর। কিন্তু টাইব্রেকারে হেরে যায় তারা। এই হারের পরই ইকুয়েডরের প্রধান কোচ ফেলিক্স সানচেজকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ফেলিক্সেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)।

এফইএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ফেলিক্স এবং তার কোচিং স্টাফদের তাদের কাজ এবং পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই। এবং তার ভবিষ্যতের সাফল্য কামনা করি।

গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। বিশ্বকাপে কাতার গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

আর্জেন্টিনার বিপক্ষে হেরে কোপা থেকে বিদায়ের পর ফেলিক্স সাংবাদিকদের বলেন, আমরা গ্রুপ পর্ব থেকে নকআউটে উঠতে পেরেছি। আমরা উন্নতি করতে না পারলেও আমি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছি। আমি মনে করি তারা কৃতিত্বের যোগ্য। আমি মনে করি আমরা আরও অভিজ্ঞ দল নিয়ে ফিরে আসব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়