শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির পেনাল্টি মিস নিয়ে উদ্বিগ্ন নই: স্ক্যালোনি

স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শুক্রবার সকালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে জয় পায়। আর্জেন্টিনার হয়ে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি। তবে গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের দক্ষতায় এ যাত্রায় রক্ষা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের দুটো শট রুখে দেন তিনি। 

লিওনেল মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হলেও এ নিয়ে উদ্বিগ্ন নন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, সে দলের অন্য সদস্যের মতো করেই খেলেছে। আমরা একটা দল হিসেবে খেলি। যদি দল ভালো খেলে তাহলে মেসি ভালো খেলে। আমরা কখনো একক নৈপুণ্যের ওপর নির্ভর করি না।

লিওনেল মেসি ম্যাচে মোট ৩২ বার বল স্পর্শ করেছেন। এর মধ্যে একবার প্রতিপক্ষের বিপদ সীমানায় বলের স্পর্শ পেয়েছেন তিনি। ইনজুরির কারণে তার খেলায় কোনো সমস্যা হচ্ছে কি-না এ বিষয়ের প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, সে এক সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে ছিল। তবে ইনজুরি তার খেলার কোনো প্রভাব ফেলেনি। সে মাঠে ভালো ছিল। ম্যাচ শেষ হওয়ার পাঁচ ছয় মিনিট আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। সে ভালো আছে বলে আমাকে জানিয়েছে।

আর্জেন্টিনা আগামী ৯ জুলাই সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলা কানাডা ও ভেনেজুয়েলার মধ্যকার জয়ী দল তাদের প্রতিপক্ষ হবে।

ম্যাচ শেষে মেসি বলেন, আমাদের দল এভাবে খেলে থাকে। এ ধরণের প্রতিযোগিতায় প্রতিদিনের ম্যাচই আসল। এখন আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবছি, পেছনের ম্যাচ নয়।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়