শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ

ফ্রান্স-পর্তুগালের আগুন লড়াই আজ

স্পোর্টস ডেস্ক: ইউরো ফুটবলে এক আগুন লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল। এ ম্যাচটি শুধু দলীয় লড়াই নয়,  ব্যক্তিগত লড়াইও থাকছে ম্যাচটিতে। বিশ্ব ফুটবলের দুই অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও ক্রিশ্চিয়ানো রোনালদোরও লড়াই এটি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের জয়ী দল স্পেন ও জার্মানির মধ্যে জয়ী দলের মধ্যে সেমিফাইনালে মুখোমুখি হবে।

পর্তুগাল ও ফ্রান্স  টুর্নামেন্টের প্রাক ফেভারিট। তবে আজই এক দলকে বিদায় নিতে হবে। উভয় দলের মধ্যে একটা মিল রয়েছে। ফেভারিট হলেও এ পর্যন্ত কোনো দলই নামের প্রতি সুবিচার করতে পারেনি। পর্তুগাল সর্বশেষ  দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি। ফ্রান্স এ পর্যন্ত মাত্র তিনটি গোল করেছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের গোল ছিল মাত্র দুটো। অথচ দুই দলে রয়েছে কিলিয়ান এমবাপ্পে ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দুই ফরোয়ার্ড।

দুই দল ইউরোর সাবেক চ্যাম্পিয়ন। দুই দলই ফেভারিট। অথচ উভয় দলের আক্রমণ ভাগের অবস্থা বেশ নাজুক। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলছে অথচ চার ম্যাচে একবারো প্রতিপক্ষের জালে স্বাভাবিক গোল করতে পারেনি। চার ম্যাচে তিন গোলের দুটো আত্মঘাতি গোল, একটা পেনাল্টিতে। পেনাল্টি গোলটা করেছিলেন এমবাপ্পে। অন্যদিকে রোনালদো এক ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি। এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো গোলের দেখা পাননি। আজ গোল পেলে ইউরোতে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়বেন রোনালদো।

ফ্রান্স আক্রমণভাগে এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি ঠিকই, তবে রক্ষণভাগটা রেখেছে নিশ্ছিদ্র। এবারের টুর্নামেন্টে একটা মাত্র গোল হজম করেছে তারা। তাও পেনাল্টি থেকে। 

ফ্রান্স ও পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপে এবার নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি। ২০২১ সালে গ্রুপ পর্বে ২-২ গোলে ড্র করেছিল তারা। রোনালদো পেনাল্টি থেকে দুটো গোল করেছিলেন। ২০১৬ সালের লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেছিল পর্তুগাল।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়