শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ

ফ্রান্স-পর্তুগালের আগুন লড়াই আজ

স্পোর্টস ডেস্ক: ইউরো ফুটবলে এক আগুন লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল। এ ম্যাচটি শুধু দলীয় লড়াই নয়,  ব্যক্তিগত লড়াইও থাকছে ম্যাচটিতে। বিশ্ব ফুটবলের দুই অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও ক্রিশ্চিয়ানো রোনালদোরও লড়াই এটি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের জয়ী দল স্পেন ও জার্মানির মধ্যে জয়ী দলের মধ্যে সেমিফাইনালে মুখোমুখি হবে।

পর্তুগাল ও ফ্রান্স  টুর্নামেন্টের প্রাক ফেভারিট। তবে আজই এক দলকে বিদায় নিতে হবে। উভয় দলের মধ্যে একটা মিল রয়েছে। ফেভারিট হলেও এ পর্যন্ত কোনো দলই নামের প্রতি সুবিচার করতে পারেনি। পর্তুগাল সর্বশেষ  দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি। ফ্রান্স এ পর্যন্ত মাত্র তিনটি গোল করেছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের গোল ছিল মাত্র দুটো। অথচ দুই দলে রয়েছে কিলিয়ান এমবাপ্পে ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো দুই ফরোয়ার্ড।

দুই দল ইউরোর সাবেক চ্যাম্পিয়ন। দুই দলই ফেভারিট। অথচ উভয় দলের আক্রমণ ভাগের অবস্থা বেশ নাজুক। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলছে অথচ চার ম্যাচে একবারো প্রতিপক্ষের জালে স্বাভাবিক গোল করতে পারেনি। চার ম্যাচে তিন গোলের দুটো আত্মঘাতি গোল, একটা পেনাল্টিতে। পেনাল্টি গোলটা করেছিলেন এমবাপ্পে। অন্যদিকে রোনালদো এক ম্যাচে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি। এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো গোলের দেখা পাননি। আজ গোল পেলে ইউরোতে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়বেন রোনালদো।

ফ্রান্স আক্রমণভাগে এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি ঠিকই, তবে রক্ষণভাগটা রেখেছে নিশ্ছিদ্র। এবারের টুর্নামেন্টে একটা মাত্র গোল হজম করেছে তারা। তাও পেনাল্টি থেকে। 

ফ্রান্স ও পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপে এবার নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি। ২০২১ সালে গ্রুপ পর্বে ২-২ গোলে ড্র করেছিল তারা। রোনালদো পেনাল্টি থেকে দুটো গোল করেছিলেন। ২০১৬ সালের লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেছিল পর্তুগাল।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়