শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৯:১৬ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকা

টাইব্রেকারে মার্টিনেজের দক্ষতায় আর্জেন্টিনা সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আগামী ৯ জুলাই সেমিফাইনাল ম্যাচ। ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছালে ম্যাচে যথেষ্ঠ নাটকীয়তা ছিল। ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এই এক গোলেই জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু তাদের সে স্বপ্ন ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই আতংকে রূপ নেয়। ইনজুরির সময়ের এক মিনিটে রদ্রিগুয়েজের হেড একদিকে ইকুয়েডরকে খেলায় ফিরিয়ে আনে। অন্যদিকে আর্জেন্টিনার শিবিরে হতাশা ভর করে।

এর আগে ৬২ মিনিটে ইকুয়েডর খেলায় সমতা ফিরিয়ে আনার সুযোগ পেয়েছিল। পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু ইনার ভ্যালেন্সিয়া গোল করতে পারেননি। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাভূত করলেও তার শট পোস্টে লেগে ফিরে আসে।

টাইব্রেকারে সেই মার্টিনেজ হয়েছেন আর্জেন্টিনার নায়ক। ইকুয়েডরের প্রথম দুটো শট রুখে দেন তিনি। তবে আর্জেন্টিনার জন্য বড় হতাশার ঘটনা ছিল অধিনায়ক লিওনেল মেসি। টাইব্রেকারে প্রথম শট নেন তিনি। কিন্তু গোল করতে পারেননি। তার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। তবে হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, মন্টিয়েল ও ওতামেন্দি গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে পৌঁছে দেন।

ইকুয়েডরের হয়ে ইয়োবোহ ও কাইসেদো গোল করেন। মেনা ও মিন্ডার নেওয়া প্রথম দুটো শট মার্টিনেজ রুখে দেন।

এসএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়