শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকুয়েডরের বিরুদ্ধে মেসিকে খেলানো হতে পারে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা দলের নির্ভরতার প্রতীক লিওনেল মেসি এখন অনেকটা সুস্থ। চোট থেকে সেরে উঠতে বিশ্রামে থাকার পর গত মঙ্গলবার দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক মাঠে নামতে পারবেন কি না, সে নিয়ে এখনও শঙ্কা রয়েছে। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের সবচেয়ে বড় তারকার জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন।

হিউস্টনে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গত ২৫ জুন চিলির বিপক্ষে গ্রুপ পর্বে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান ঊরুর পুরোনো চোটে অস্বস্তিতে দেখা যায় মেসিকে। ২৪তম মিনিটে প্রাথমিক চিকিৎসাও নেন। এরপর আরও বেশ কয়েকবার নিজেকেই ঊরুতে মালিশ করতে দেখা যায়। সে অবস্থাতেই পুরো ম্যাচেই খেলেন এই মহাতারকা। এরপর পেরুর বিপক্ষে সবশেষ ম্যাচে বিশ্রামে থাকেন তিনি। লাউতারো মার্তিনেসের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিনরা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগের দিন দলের সঙ্গে আবারও অনুশীলন করেন মেসি। তবে ম্যাচে তার খেলার ব্যাপারে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমরা আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করব। আরেকটি দিন সবসময়ই ভালো। আজ আমরা কেমন সাড়া পাই তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়