শিরোনাম
◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকুয়েডরের বিরুদ্ধে মেসিকে খেলানো হতে পারে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা দলের নির্ভরতার প্রতীক লিওনেল মেসি এখন অনেকটা সুস্থ। চোট থেকে সেরে উঠতে বিশ্রামে থাকার পর গত মঙ্গলবার দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক মাঠে নামতে পারবেন কি না, সে নিয়ে এখনও শঙ্কা রয়েছে। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের সবচেয়ে বড় তারকার জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন।

হিউস্টনে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গত ২৫ জুন চিলির বিপক্ষে গ্রুপ পর্বে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান ঊরুর পুরোনো চোটে অস্বস্তিতে দেখা যায় মেসিকে। ২৪তম মিনিটে প্রাথমিক চিকিৎসাও নেন। এরপর আরও বেশ কয়েকবার নিজেকেই ঊরুতে মালিশ করতে দেখা যায়। সে অবস্থাতেই পুরো ম্যাচেই খেলেন এই মহাতারকা। এরপর পেরুর বিপক্ষে সবশেষ ম্যাচে বিশ্রামে থাকেন তিনি। লাউতারো মার্তিনেসের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিনরা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগের দিন দলের সঙ্গে আবারও অনুশীলন করেন মেসি। তবে ম্যাচে তার খেলার ব্যাপারে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমরা আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করব। আরেকটি দিন সবসময়ই ভালো। আজ আমরা কেমন সাড়া পাই তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়