শিরোনাম

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২, ০৬:৪২ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২২, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র না থাকলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পায় না : মির্জা ফখরুল 

শাখাওয়াত মুকুল: দেশে গণতন্ত্র যদি না থাকে তাহলে সেখানে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পায় না। জাতি এখন ভয়াবহ সঙ্কটে। দেশে আজ নেতৃত্বে সঙ্কট, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সঙ্কট। সেই সঙ্কট কাটিয়ে উঠতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আজ সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ সংসদ সদস্যরা স্বাধীনতার চেতনার কথা বলে। স্বাধীনতার চেতনা কি?  স্বাধীনতার চেতনা হচ্ছে দেশের প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্টা করা, দেশে ন্যায় বিচার প্রতিষ্টা করা। কিন্তু দুর্ভাগ্যজনক দেশের মানুষের কোন অধিকার নাই। কথা বলার অধিকার নাই। 

তিনি বলেন, দেশে যিনি স্বাধীনতার কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, সেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীন দিয়ে এখন গৃহবন্দি রাখা হয়েছে। যাকে নিয়ে সারাদেশের মানুষ স্বপ্ন দেখেন সেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্য মামলা দিয়ে দূরে রাখা হয়েছে। আজ তাঁকে দেশে আসতে দিচ্ছে না। 

তিনি আরও বলেন, তারেক রহমান যেভাবে এখন দেশের মানুষকে জাগিয়ে তুলছেন। ঠিক একইভাবে একাত্তর সালে দেশের মানুষ জেগেছিল। তখন দেশের মানুষ যেভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এখন আবার দেশে গণতন্ত্র পুণরুদ্ধারে মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

এসময় কবি নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন,  হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।

এসএম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়