শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা—এই তিনটি গুরুত্বপূর্ণ পদ একই ব্যক্তির হাতে থাকা উচিত কি না, এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ প্রস্তাবের পক্ষে নয় বিএনপি।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় দল। সুতরাং পার্টির প্রধানই যে প্রধানমন্ত্রী হবেন, এমন বাধ্যবাধকতা নেই। উদাহরণও রয়েছে। তবুও এই জায়গায় বিকল্প বা অপশন থাকা উচিত বলে মনে করি।”

তিনি বলেন, “সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রেই একসঙ্গে যুক্ত। যদিও কিছু দেশে সংসদ নেতা আলাদা করা হয়, তবে আমাদের এখানে সংসদ নেতা কোনো নির্বাহী ক্ষমতা ধারণ করেন না। এ জন্য বিএনপি এই তিন পদ একত্রে রাখার সুযোগ বজায় রাখার পক্ষেই মত দিয়েছে।”

বিএনপি আরও জানিয়েছে, কিছু বিষয়ে তারা জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত নয়। যেমন—ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল (এনসিসি), সংসদের উভয় কক্ষের মেয়াদ, সংসদ সদস্যের বয়স ২১ বছর করা, সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি ইত্যাদি।

তবে অনেক প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে দলটি। এর মধ্যে রয়েছে—তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের কাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদব্যবস্থা, ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে বেছে নেওয়ার প্রস্তাব, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া, স্থানীয় সরকারে দলীয় প্রতীকের ব্যবহার না করা এবং শৃঙ্খলাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা ইত্যাদি।

স্থানীয় সরকারে এমপিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা সংক্রান্ত প্রস্তাবে নীতিগতভাবে একমত হলেও বিএনপি মনে করে, এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।

বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সালাহউদ্দিন আহমদের পাশাপাশি ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন আরও কয়েকজন কমিশন সদস্য ও উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়