শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক

মনিরুল ইসলাম: বিএনপি স্হায়ী কমিটি সদস্য  সালাহ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রশ্নে ৪৮ (৩) এর পর নতুন বিধান যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা  (রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন প্রসঙ্গে) আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেছে বিএনপি। 

আজ  জাতীয়,ঐক্য মত কমিশনের সাথে বিএনপি বৈঠক শেষে সন্ধ্যা ৫ টায়  দ্বিতীয় দফা  সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই কথা বলেন তিনি।

তিনি জানান,  আগামী ২২ এপ্রিল  তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি।

সালাউদ্দিন আহমেদ বলেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেনা এমন  প্রস্তাবের সাথে একমত হতে পারেনি বিএনপি। অপশন ফ্রী থাকা উচিৎ মনে করে  বিএনপি।তবে এ বিষয়ে  নতুন প্রস্তাবনা দিয়েছে কমিশন। তা 
দলীয় ফোরামে আলোচনা করে পরে  জানানো হবে। 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন তা নিয়ে পুরোপুরি একমত নয় বিএনপি।

তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালি করার বিষয়ে কমিশনের সাথে একমত তবে সংবিধানে উল্লেখ করে নয় আইন করে করাকে সমীচীন মনে করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যকর কমিশন নিয়ে যে সুপারিশ করা হয়েছে সংবিধানে উল্লেখ করে নয় আইন করে করাকে সমীচীন মনে করি আমরা।

তিনি আরও বলেন, জেলা কমিশন কাউন্সিল নিয়ে নীতিগত একমত, আইন করে করা উচিৎ। সংবিধানে অন্তর্ভূক্ত করে স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিক ব্যবহার না করার বিষয়ে কমিশনের সাথে একমত বিএনপি।

তিনি জানান, বিচার বিভাগের পূর্ণাঙ্গ আলাপ ২২ তারিখ করবো। সংবিধানের প্রায় সকল বিষয়ে আলাপ শেষ হয়েছে। পরে এ সব নিয়ে কথা বলবো।

সালাউদ্দিন বলেন, কেয়ারটেকার সরকার ফিরলে স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারলে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর হবে এতে গণতন্ত্র আরো ক্রিয়াশীল হবে।চার্টার স্বাক্ষর হলে সবাই বাধ্য থাকবে সংস্কারগুলো বাস্তবায়ন করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়