শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শুধু ফিলিস্তিনে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের অত্যাচার হচ্ছে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির  সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা ফিলিস্তিনিদের পাশে থাকব। আমরা যদি কার্যকর পদক্ষেপ না নেই, যদি জাতিসংঘ পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা না নেই, ইজরায়েলিদের এই অত্যাচার চলতেই থাকবে।

তিনি বলেন, আমরা এটাও খেয়াল করেছি, শুধু ফিলিস্তিনে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না। ইনশাল্লাহ যেখানে মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার করা হবে সেখানে আমরা প্রতিবাদ করব।

মির্জা আব্বাস বলেন,  আজকের এই প্রতিবাদ মিছিলটি অস্বাভাবিক রকম বড় হয়েছে… আমাদের অনেক মিটিংয়ের চেয়ে অনেক বড় হয়েছে। এই মিছিলে শুধুমাত্র বিএনপির কর্মীরা নয়… এই মিছিলে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা অংশ গ্রহন করেছে। আমি এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি।

এই মিটিং এই প্রতিবাদ সভায় আমার আসার একটাই মাত্র উদ্দেশ্যে স্বশরীরে আজকে ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারছি না… অসহায় কান্নায় ভেঙে পড়তে হয়… যদি একটা কিছু একটা আমরা করি এজন্য এসেছি। 

মুসলিম বিশ্বের একতা জরুরী’
মির্জা আব্বাস বলেন, ‘‘ফিলিস্তিনে যে অত্যাচার হচ্ছে,যে নারকীয় ঘটনা ঘটছে তা দেখে আমার মনে হচ্ছে যে, এটা আজকে আমরা ভাবতে পারি… এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে… আজকে ফিলিস্তিনিদের নিধন করা, অত্যাচার করা হচ্ছে এটা আমরা ভাবতে পারি। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মসুলমানদের একসময় নিঃশেষ করে দেয়ার চেষ্টা করছে।মসুলিম বিশ্বের যে সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্যে আজকে নেতৃত্ব দিচ্ছে না। তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। তারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারতাম…. যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতো তাহলে আজকে এই ইহুদিরা, এই ইজরায়েলিরা এই অত্যাচার করতে পারতো না। 

তিনি বলেন, ‘‘ যারা বিশ্বের মুসলিমরা আজকে আমরা খন্ড-বিখন্ড হয়ে গেছি। আমরা মুখের কথা তুগলি বাজিয়ে আমরা বলার চেষ্টা করছি ফিলিস্তিদের বাঁচাও ফিলিস্তিনিদের বাঁচাও। 

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে এই র‌্যালী মিছিলের আগে এক সংক্ষিপ্ত তিনি এসব বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ আজকে আমার মনে পড়ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। আমি কৃতজ্ঞচিত্রে তাকে স্মরণ করছি যিনি ইরাক-ইরান যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেছিলেন।আমি বিশ্বাস করি, যদি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইজরায়েল এই অপকর্ম করার সাহস করতো না।

তিনি বলেন, বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন… জিয়াউর রহমান দরকার, এই জিয়াউর রহমান যিনি সারা বিশ্বের মুসলিমকে নেতৃত্ব দিতে পারবেন। আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য উত্তরসূরী। আজকের এই সময়ে যদি আমি বলি, আমাকে আপনারা বলবেন চামচাগিরি করতেছি। না চামচা না… উনি পারবেন, সারা বিশ্বের মুসলমানরা, সারা বিশ্বের মানুষ, আমরা উনার পেছনে থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়