দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন তিনি। যুক্তরাজ্য দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
আজ রোববার (৩০ মার্চ) লন্ডনে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। চিকিৎসার জন্য সেখানেই বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।
এদিকে লন্ডনের কিংসটনে বাসার পাশের কিংসমেডাও স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ঈদের নামাজে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এম মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মীর শাহ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন খালেদা জিয়া। তখন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন তিনি। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তার।