শিরোনাম
◈ বোতল হাতে নিয়ে মারতে ছুটে আসা কোচকে ‘কুংফু কিক’ মারলেন রেফারি (ভিডিও) ◈ দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৫:৩৩ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে দুই ‘সন্ত্রাসী’ গ্রুপের গোলাগুলি, নিহত ২

চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা বাকলিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও গুলিতে আহত হয়েছেন আরও দুজন।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আব্দুল্লাহ ও প্রাইভেটকার চালক মানিক। রবিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও হৃদয় নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

দুজনকে গুলি করে হত্যা করার বিষয়টিনিশ্চিত করেন নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদ ও সরওয়ার গ্রুপের মধ্যে বালুমহাল নিয়ে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে সহযোগিতা করার সূত্র ধরে ঘটনার সূত্রপাত হয়।

সরওয়ার গ্রুপ বালুমহাল দেখে ফেরার পথে সাজ্জাদ গ্রুপ অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। সরওয়ার গ্রুপ প্রাইভেটকার নিয়ে যাওয়ার পথে রাজাহালী এলাকায় তাদের প্রাইভেটকারের পেছনে ধাওয়া করেন ছোট সাজ্জাদ গ্রুপের সদস্যরা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেন, চার থেকে পাঁচটি মোটরসাইকেল প্রাইভেটকারটিকে পেছন থেকে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজের পর থেকে ধাওয়া করে। পেছন থেকে একাধিকবার প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নগরের চকবাজার থানার বাকলিয়ার এক্সরোড চন্দপুরা অংশে এসে প্রাইভেটকারে গুলি করে সন্ত্রাসীরা। গুলিতে সামনের সিটে বসা চালকসহ দুজন গুলিবিদ্ধ হন। সেখান থেকে ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হয়।

প্রাইভেটকারে থাকা গুলিবিদ্ধ হৃদয় নামের একজন বলেন, ‘কর্ণফুলী নদীর পাড়ে বালুমহাল দেখতে একটি প্রাইভেটকার নিয়ে গিয়েছিলেন আব্দুল্লাহসহ ৬ জন। সেখান থেকে রাত সোয়া দুইটার দিকে বের হয়ে তুলাতলী এলাকায় এলে পেছন থেকে চার থেকে পাঁচটি মোটরসাইকেল আমাদের ধাওয়া করে। পেছন থেকে আমাদের লক্ষ্য করে একাধিক বার গুলি করে।

এক্সরোড চন্দনপুরা এলাকায় এলে ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ডার হাসান ও খোরশেদরা গুলি করে সামনে চালকের সিটে থাকা একজন ও পাশের সিটের জনকে গুলি করে। আমি পেছনের সিটে শুয়ে গিয়ে কোনরকম বেঁচে গেছি এবং হাতে গুলিবিদ্ধ হয়েছি। এ ছাড়াও গাড়িতে থাকা রবিনও গুলিবিদ্ধ হয়েছে। তবে গাড়িতে থাকা ইমন ও সরওয়ার গাড়ি থেকে পালিয়ে গেছেন।’

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘বাকলিয়া থানার রাজাখালী থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে মোটরসাইকেল আরোহীদের একটি গ্রুপ। চন্দনপুরায় গুলির ঘটনা ঘটে। গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়