শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা ◈ মুনাফার হার বাড়ালেও উল্টো কমেছে সঞ্চয়পত্র বিক্রি ◈ যুক্তরাষ্ট্রে পুরস্কার পাওয়ায় জুলাইয়ের সাহসী নারীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের 'সাহসিকতা পুরস্কার' ◈ হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা থেকে ১৪৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার ◈ যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি: সুনামগঞ্জে শিশুসহ নিহত ৫ ◈ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত ◈ এনসিপি দল হিসেবে ব্যর্থ হয়েছে: ছাত্রদল সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো ভারত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীতে এনসিপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে।’ তিনি বলেন, ‘আমরা নতুন দল করেছি। যারা নতুন করে দেশকে গড়ার স্বপ্ন দেখছে, ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায় তাদের আমাদের ওই সুযোগটুকু দিতে হবে।’

বুধবার (২৬ মার্চ) বিকেলে নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘আগে কেউ দাঁড়িপাল্লা, কেউ নৌকা বা ধানের শীষে ভোট দিয়েছেন। তারা যদি আমাদের কাছে আসতে চান, যদি তারা কোনো অন্যায়, খুন-গুম ও হত্যার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাদের তো সরিয়ে দিতে পারব না।’

তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা, যারা খুন, গুম ও হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা এখন বাইরে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা যারা সচেতন নাগরিক তাদের এ বিষয়গুলোতে প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা যে দেড় হাজার মানুষকে খুন করেছেন এটিও আমাদের বলতে হবে। কারণ তিনি কিন্তু জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাননি। প্রত্যেক ভোটকেন্দ্রে কারচুপি হয়েছে। যেই মানুষটি ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজার মানুষকে মেরে ফেলছেন ওই মানুষটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করার অভিযোগের প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমাদের নতুন দলের কেন্দ্রে যারা কাজ করছি, আমরা এখন গ্রামেগঞ্জে ঘুরছি। আমরা যেভাবে কাজ করতে চাই তা মানুষের সঙ্গে শেয়ার করছি। সবার আগে আমাদের পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। সেটি আমরা প্রচার করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের সংকট জানার চেষ্টা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, এভাবে আগে থেকেই সমস্যা বা ব্যথা বুঝতে পারলে পরে কাজ করতে সহজ হবে। আমরা মানুষের দোরগোড়ায় ও মনে পৌঁছাতে পারব। আর এভাবেই এনসিপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে।’ উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়