শিরোনাম
◈ আবারও বলছি এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা ◈ রূপপুরে টার্বাইন স্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন ◈ হাসপাতালে এসে সাকিবের বাবা কুটিল বললেন, তামিমের বাবা আমার খেলার বন্ধু ছিলেন ◈ চিকিৎসকরা বলেছেন, তামিম ৩ মাস বিশ্রামের পর  মাঠে যেতে পারবেন  ◈ আল্লাহর অশেষ রহমত আর দেশবাসির দোয়ায় আমি ফিরে এসেছি, হাসপাতাল থেকে ফেসবুকে তামিম ◈ ইন্ডিয়া টুডের তথ্য বিকৃতি প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ ◈ ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন, যা বললেন ইসি সচিব ◈ ‘টেস্ট ড্রাইভের’ কথা বলে গাড়ি ছিনতাই, অস্ত্রসহ বুয়েটের সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার ◈ জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আপত্তি বিসিপির ◈ ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন আর নেই

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারবো না এটা হতে পারে না : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চ কন্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের  মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায় সেই সব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান। 

মির্জা আব্বাস আরো বলেন, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমরা কথা বুঝবে না। আমি বলেছি এই সরকার যে সংস্কার লিখে দিবে আমরা সেগুলো কারেকশান করবো, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসবো তারপরেই আমরা সেটাকে মানবো। এটাকে বিকৃত করে ওরা লিখেছে আমি নাকি কিছুই মানি না। 

আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারবো না এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পঁচে পঁচে নিজের পরিবারকে ধ্বংস করে দিয়ে সেই অধিকারটা অর্জন করে দিয়েছি। দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে তাদের উদ্যেশ্য ভালো নয় দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।   

রবিবার বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য মোঃ দেলোয়ার হোসাইন ও আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম রফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি  একেএম মহসিন এবং সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়