শিরোনাম
◈ বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ ময়মনসিংহের আলোচিত চারজন বসতির সেই উমানাথপুর গ্রাম বিক্রি হয়ে গেছে ◈ বালুমহালের ইজারা পেতে সেনা সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৮ নেতার পদ স্থগিত ◈ বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, গোপনে চলছে প্রশিক্ষণ! ◈ ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার সাথে সারজিসের তর্ক-বিতর্ক (ভিডিও) ◈ রোববার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তামিম ইকবাল ◈ ভারতে ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস, বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা ◈ পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন লিটন দাস, নাহিদ ও রিশাদ ◈ তুরস্কজুড়ে বিক্ষোভ আরও তীব্রতর হয়েছে, ব্ল্যাকআউটেও নিয়ন্ত্রণের বাইরে ◈ দেশে রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীন প্রতিনিধি : চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ওয়ালীউল্লাহ্‌ এর সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা আসিফ হক রুপু, শেখ মাহবুবুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সালাউদ্দিন রিক্তা, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম অপু, মনোয়ার বায়েজীদ প্রমূখ।

ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পূর্ব আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা এসএম আল-আমিন বলেন, বিএনপি নিয়ে অতীতেও ষড়যন্ত্র চলেছে, স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরেও এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের যেন কোনভাবেই পুনর্বাসিত হতে না পারে।

চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে সাবেক ছাত্রনেতা আসিফ হক রুপু বলেন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সাথে চীন শাখার নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

জিয়া পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন বলেন, আমরা আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সকল শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করে আমাদের এর প্রমান দিতে হবে। আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের অংশীদার হয়ে। চীনের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে হবে, যেন দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়