শিরোনাম
◈ ৪৬ ও ৪৭ বিসিএসের লিখিত ও প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ ◈ হার্টে রিং পরানো হলেও এখনো জটিলতা কাটেনি তামিমের : চিকিৎসক ◈ বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা?: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন ◈ ‘জরুরি অবস্থা জারির’ খবর পুরোটাই গুজব: স্বরাষ্ট্র সচিব ◈ জুতা কারখানার কর্মচারীর বাড়ি থেকে সাবেক এমপি গ্রেপ্তার ◈ সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: প্রধান উপদেষ্টা  ◈ নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে, দু'দিনব্যাপী বৈশাখ আয়োজন ◈ ১৫ লাখ ই-রিটার্নের ১০ লাখের করযোগ্য আয় নেই : এনবিআর চেয়ারম্যান ◈ জ্ঞান ফেরার পর স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলেছেন তামিম ◈ আমার স্বামী দেশের জন্য প্রাণ দিছে, এই তার প্রতিদান?: ধর্ষণের শিকার কলেজছাত্রীর মা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভোটদানের সর্বনিম্ন বয়স ১৬ আর প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব রাখবে এনসিপি

ছবি: রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

ভোট দেওয়ার বয়স ১৬ ও নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

সারোয়ার বলেন, ‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।’

উল্লেখ্য, বর্তমানে ভোটার হয়ে ভোট দিতে ১৮ বছর হতে হয় একজনকে। আর নির্বাচনে প্রার্থী হতে ২৫ বছর পূর্ণ হতে হয়। যা এবার কমিয়ে আনার প্রস্তাব রাখতে যাচ্ছে তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়