শিরোনাম
◈ সুলভমূল্যে মাংস, ডিম, দুধ বিক্রির পরিধি বাড়ালো সরকার ◈ ‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ৩৯৩, মামলা ১১৬ ◈ বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ গ্রেফতার ৭১ ◈ জেট ফুয়েলের দাম বৃদ্ধির গণশুনানি রোববার ◈ শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: আখতার হোসেন ◈ ফের সচল হিথ্রো বিমানবন্দর  ◈ যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি, আসুন যেকোন মূল্যে আমরা ঐক্য ধরে রাখি : তারেক রহমান  ◈ সজীব ভূঁইয়া, হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়! ◈ রাজস্ব আয়ের প্রধান উৎস ভ্যাট ও ইনকাম ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ১২:৩০ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে এই ঐক্য বিনষ্ট হয়: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে ২০২৩ সালের ১৩ জুলাই আমাদের সংগ্রামের সময়ে।’

দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বেলা ১১টায় বিএনপির ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ ও দেশের মানুষের মূল চালিকাশক্তি। এই ঐক্য ও দেশকে এগিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে এই ঐক্য বিনষ্ট হয়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়