জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিৎ।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে এনসিপির ব্রিফিংয়ে এ কথা বলেন হাসনাত।
হাসনাত বলেন, সেনাবাহিনীর বিষয়টি নিয়ে সন্দিহান এনসিপি। কোন নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এজেন্সি ও বিদেশী কারো কাছে কমিটেড না। সাধারণ মানুষের কাজে কমিটেড এনসিপি।
এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ অব্যাহত থাকবে। উৎস: চ্যানেল আই অনলাইন ও যমুনা টেলিভিশন।