শিরোনাম
◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ◈ ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত ◈ ট্রুডোর পদত্যাগ, শপথ নিলেন মার্ক কার্নি ◈ সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম! ◈ একই বছরে আসবে দুইবার রমজান, তিনবার ঈদ!

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১০:৪৩ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাংবাদিকদের প্লট দেয়ার অপরাধে আমি একা আসামী হয়েছি, সাংবাদিকরা কেউ আসামী হননি : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম  : ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডিআরইউ চত্ত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস বলেন,  কোন কোন ব্যবসায়ীর সাথে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে।

তিনি বলেন, সাংবাদিকদের প্লট দেয়ার অপরাধে আমি একা আসামী হয়েছি, সাংবাদিকরা কেউ আসামী হননি। এই দুঃখ কোনো দিন ভুলতে পারবো না। ইফতারে দাওয়াত দেয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।

ধর্ষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেন, আসিয়ার মৃত্যুতে সারাদেশবাসী কস্ট পেয়েছে। এই ধরনের ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে আমাদেরকে এক ও অভিন্ন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার একটি বড় ভুমিকা রয়েছে। 

তিনি বলেন, রাজনীতিবিদদের আত্ন সমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাড়ানো দরকার। আমরা ভুলের উর্ধে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই, মিডিয়া আমাদের মন্দে দিকের পাশাপামি পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে। ডিআরইউর ইফতার মাহফিলের সাফল্য কামনা করেন তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও ডিআরইউ সহ-সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাযী আনোয়ার।

উপস্থিত ছিলেন, ডিআরইউ সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, কবির আহমেদ খান, মসিউর রহমান খান, মহি উদ্দিন, ডিআরইউ কল্যাণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব রফিক মৃধা।

এছাড়া জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) সহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা নূর মসজিদের খতিব আবুল হাসনাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়