শিরোনাম
◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটা বানোয়াট উক্তি, এমন কিছু কখনোই বলিনি : তাসনিম জারা

‘আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না’- এমন কথা কখনোই বলেননি বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

তাসনিম জারা বলেন, ‘এটা বানোয়াট উক্তি। আমি এমন কিছু কখনোই বলিনি।

এটা বলার প্রশ্নই আসে না।’
জানা যায়, সোমবার তাসনিম জারার ছবি শেয়ার করে ‘আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না : তাসনিম জারা’ শিরোনামে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন।

 
ওই টিভির অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা নিউজটি শেয়ার করে তাসনিম জারা আরো জানান, টিভিটি কোন উদ্দেশ্যে এমন প্রপাগান্ডা ছড়াচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে।

প্রসঙ্গত, আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিয়েছেন তাসনিম জারা।

সেখানে তিনি বলেন, ‘বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ, কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। যেকোনো সাধারণ মানুষের বিচার দ্রুততম সময়ের মধ্যে হবে, হেনস্তার শিকার হবে না এটাই আমরা নতুন বাংলাদেশে বলি। এত ত্যাগ শুধু এক শাসন থেকে অন্য শাসনব্যবস্থায় যাওয়া নয়, পুরো শাসনব্যবস্থাই পরিবর্তন করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়