শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটা বানোয়াট উক্তি, এমন কিছু কখনোই বলিনি : তাসনিম জারা

‘আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না’- এমন কথা কখনোই বলেননি বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

তাসনিম জারা বলেন, ‘এটা বানোয়াট উক্তি। আমি এমন কিছু কখনোই বলিনি।

এটা বলার প্রশ্নই আসে না।’
জানা যায়, সোমবার তাসনিম জারার ছবি শেয়ার করে ‘আগে বিচার পরে সংস্কার, বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না : তাসনিম জারা’ শিরোনামে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন।

 
ওই টিভির অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা নিউজটি শেয়ার করে তাসনিম জারা আরো জানান, টিভিটি কোন উদ্দেশ্যে এমন প্রপাগান্ডা ছড়াচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে।

প্রসঙ্গত, আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিয়েছেন তাসনিম জারা।

সেখানে তিনি বলেন, ‘বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ, কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। যেকোনো সাধারণ মানুষের বিচার দ্রুততম সময়ের মধ্যে হবে, হেনস্তার শিকার হবে না এটাই আমরা নতুন বাংলাদেশে বলি। এত ত্যাগ শুধু এক শাসন থেকে অন্য শাসনব্যবস্থায় যাওয়া নয়, পুরো শাসনব্যবস্থাই পরিবর্তন করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়