শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে বিএনপির তিন নেতাকর্মী যৌথ বাহিনীর হাতে আটক

তারা হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। পরে ওই ব্যবসায়ী যৌথবাহিনী কাছে অভিযোগ করে।

জামালপুরে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৩), জামাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪৫), এবং নজরুল ইসলামের ছেলে ফরমান (৪২)।

জানা যায়, তারা হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। পরে ওই ব্যবসায়ী যৌথবাহিনী কাছে অভিযোগ করে। শুক্রবার দিবাগত রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটকরা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

এ ব্যাপারে মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য, ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিক মো: ফয়সাল বলেন, চাঁদা দাবির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে তার আরো কোনো অপরাধের সাথে জড়িত কিনা। প্রয়োজনিয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়